Tuesday, August 1, 2017
অদৃশ্য হওয়ার উপায়
'আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশাকরি খুব ভালো।আজ আপনাদের জানাবো কিভাবে কালো জাদুর সাহায্যে সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যাবেন।প্রাচীন তন্ত্র শাস্ত্রে অদৃশ্য হওয়ার সম্পর্কে লেখা আছে।যা বড়ই অদ্ভুদ বিদ্যা।এই প্রক্রিয়ার মাধ্যমে কেউ অদৃশ্য হয়েছে কিনা এবং এই পদ্ধতিতে অদৃশ্য হওয়া সম্ভব কি না তা জানাও একটা রহস্য।শুধু মাত্র আপনাদের ঙ্গান বৃদ্ধির জন্য আজ আমি এই তন্ত্র শাস্ত্রের লেখা এই অদৃশ্য হওয়ার উপায়টি আপনাদের কাছে প্রকাশ করবো।তান্ত্রিকদের মতে এই প্রক্রিয়াটি অধিক উচ্চ সাধন এবং বিপদজনক ও বটে।তাই গুরুর আদেশ নিয়ে কাজটি করা উচিত।তা না হলে বিপদ ঘটতে পারে।এর জন্য কৃষ্নপক্ষের রবিবার দিন পেঁচার পালক পুড়িয়ে বসমো তৈরি করতে হবে।এর পর সেই বসমের সঙ্গে কুমকুম ও কস্তুরী মিশিয়ে গুটিকা তৈরি করে নিতে হবে।এরপর সেই গুটিকাটি আগুনে পুড়িয়ে কাজল তৈরি করে চোখে লাগালে অদৃশ্য হওয়া যায়।অর্থ্যাৎ এই গুটিকাটির কাজল চোখে লাগালে আপনি অদৃশ্য হয়ে যাবেন।আপনাকে কেউ দেখতে পাবে না অথচ আপনি সবাইকে দেখতে পাবেন।ভিডিওতে দেখুন। এই ছিল আমাদের বিষয়।ধন্যবাদ সবাই কে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment