Thursday, August 3, 2017

পড়াশোনায় ভালো করার উপায়

'বিসমিল্লাহহির রহমানির রাহীম।আসসালামুআণাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই?আজ আমি আপনাদের কে পড়াশোনায় মনযোগ আনার উপায় বা পড়া মনে রাখার উপায় সম্পর্কে বলবো।ভিডিওটি দেখুন। অনেকেই আছেন যারা অনেক পড়াশোনা করে ও ভালো রেজাল্ট করতে পারেন না।কেউ কেউ আবার পড়ায় মন বসাতে পারেন না।আবার কেউ কেউ পড়া মনে রাখতে পারেন না।পড়তে বসলেই আলসেমী আসে এবং কনসেন্ট্রেশন বা একাগ্রতার অভাব রয়েছে এই ধরনের নানা রকম নানা রকম সমস্যা ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত ফেজ করতে হয়।তাই এসব সমস্যা সমাধানের জন্য আপনাদের কে এমন কিছু শক্তশালি টোটকা দিবো যা প্রয়োগ করলে আপনি এসব সমস্যা থেকে মুক্তি পাবেন।যারা পড়াশোনা করে কিছুই মনে রাখতে পারেন না তাদের কে বলছি আপনারা স্মৃতি শক্তি বাড়ানোর জন্য নিয়মিত তুলসি পাতা
খেতে পারেন।প্রতিদিন যদি ১০-থকে ১৫ টি তুলসি পাতা খান তাহলে আপনার স্মৃতি শক্তি বাড়বে।যদিও আমরা জানি যে তুলসি পাতা কাশির জন্য খুবা উপকারি।কিন্ত স্মৃতি শক্তি বাড়ানোর জন্য তুলসি পাতার জুড়ি মেলে ভার।যাদের কনসেন্ট্রেশন বা একাগ্রতা তাদের কে বলছি একাগ্রতা বৃদ্ধির জন্য একটি সাদা কাপড়ের মাঝখানে কালো রং এর কালি দিয়ে
ঐং কথাটি লিখবেন।এরপর আপনি যেখানে 
পড়তে বসেন, অর্থ্যাৎ আপনার পড়ার টেবিলের সামনে টাঙিয়ে দিবেন।যাতে আপনি পড়তে বসলে আপনার চোখে এই কথাটি পড়ে।এর পর যখন আপনি পড়তে বসবেন তখন ঐ কাপড়ের দিকে তাকিয়ে ২১ বার ঐং কথাটি পাঠ করবেন।যদি আপনি পড়াশোনায় বসার আগে ২১ বার ঐং কথাটি পাঠ করেন তাহলে আপনার কনসেন্ট্রেশন বা একাগ্রতা বৃদ্ধি পাবে।এছাড়া একাগ্রতা ও স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য আপনি যখন পড়তে বসবেন তখন যেন আপনার পড়ার টেবিলে পড়তে বসেন।পড়ার টেবিল ছাড়া অন্য কোথা ও পড়তে বসবেন না।এবং পড়ার টেবিলের উপর যেন সবুজ রঙের কাপড় দেওয়া থাকে।একটি পানি ভর্তি কাঁচের গ্লাসে 

১ টি গোলাপফুল গ্লাসের ভিতরে করে গ্লাসের মুখটি কিছু দিয়ে ঢেকে আপনার পড়ার টেবিলের উপরে রাখবেন।এর েকটি আশ্চর্য ক্ষমতা আছে যা আপনার স্মৃতি শক্তি ও একাগ্রতা বৃদ্ধি করবে।একজন আমাকে লিখেছেন তার ছেলের বুদ্ধি দিন দিন কমে যাচ্ছে। কি করবে সে বুঝতে পারছে না।এক্ষেত্রে আপনাকে বলি নিশ্চি আপনার ছেলে কোন প্লেন দেওয়াল বা সমান দেওয়ালের সামনে পড়তে বসে।।আপনারা এটা খেয়াল রাখবেন যেন প্লেন দেওয়াল বা সমান দেওয়ালের সামনে আপনার ছেলে মেয়েরা বা আপনারা পড়তে বসবেন না।প্লেন দেয়া বলতে যে দেওয়ালের সামনে কোন জ্বানালা থাকে না তাকে প্লেন দেওয়াল বলা হয়।যদি প্লেন দেওয়ালের সামনে টেবিল চেয়ার নিয়ে কোন শিক্ষার্থী পড়তে বসে তাহলে দিন দিন তার বুদ্ধি কমতে থাকবে।বা কমতে বাধ্য।তাই মনে রাখবেন কখনোই কোন ছাত্র-ছাত্রী কে প্লেন দেওৃযালের সামনে পড়তে বসতে দিবেন না।এই ছিল আমাদের আজকের বিয়য়।ধন্যবাদ সবাইকে।

No comments:

Post a Comment